মালদা

এলো খুশির ঈদ

 

রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। একমাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসবে মাতলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

    ইসলামের ধর্মীয় বিধান অনুসরণ করা হয় সাধারণত হিজরি বর্ষপঞ্জির চান্দ্র মাসের হিসাবে। সেই মোতাবেক এবার রমজান মাসের সিয়াম সাধনা শুরু হয়েছিল খ্রিষ্টীয় দিনপঞ্জির গত ১২ মার্চ মঙ্গলবার। ফলে ৩০ রমজান পূর্ণ করে বৃহস্পতিবার উদযাপিত হয় ঈদুল ফিতর। পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালনের পর এদিন সকালে জামাতে ঈদের নামাজ আদায় করে আনন্দ উৎসবে মাতলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। পরস্পরকে আলিঙ্গন করে কুশল বিনিময় করেন তাঁরা। সৌদি আরবের সাথে মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদের সেই একই ছবি দেখা গেলো মালদা জেলাতেও। পবিত্র ঈদকে ঘিরে খুশির হাওয়া জেলা জুড়ে।